Tokyo Olympics: লড়াই হবে যেই পদকের জন্য, জেনে নিন তার বৃত্তান্ত Updated: 22 Jul 2021, 06:26 PM IST Sanjib Halder অলিম্পিক্সের পদক তৈরি করার জন্য জাপান এক প্রতিযোগীতার আয়োজন করেছিল। সারাবিশ্ব থেকে পেশাদার প্রায় ৪০০ ডিজাইনার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়ে পদকগুলো ডিজাইন করেছেন জুনিচি কাওয়ানিশি।