WB Rain and Winter Forecast: রবি থেকে বৃষ্টি শুরু, জগদ্ধাত্রী পুজোয় ভাসবে বাংলা? অবশেষে শীত-শীত লাগবে এবার? Updated: 06 Nov 2024, 06:36 PM IST Ayan Das বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। লপ্তমী পড়েছে শুক্রবার। শনিবার পড়েছে অষ্টমী। নবমী হল রবিবার। আর দশমী হল সোমবার। তারইমধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।