নীচু ক্লাসে পরীক্ষা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করল কেন্দ্রের পাঠ্যক্রম কমিটি। জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো অনুযায়ী, জাতীয় শিক্ষা নীতি কার্যকর করতে প্রাথমিক স্তরে পরীক্ষা তুলে দিয়ে নয়া পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই পদ্ধতিতে তৃতীয় শ্রেণি থেকে লিখিত পরীক্ষা চালু করা হতে পারে।