Kolkata metro new station: লোকচক্ষুর আড়ালে চলছে আরও ১টি মেট্রো স্টেশনের কাজ! দেখুন অন্দরের ‘ফার্স্ট লুক’ Updated: 15 Sep 2023, 07:25 PM IST Ayan Das কলকাতা মেট্রোর আরও একটি নতুন স্টেশনের কাজ চলছে। জোরকদমে সেই মেট্রো স্টেশনের কাজ চালাচ্ছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সেই নয়া মেট্রো স্টেশনের অন্দরের ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে। রইল ‘ফার্স্ট লুক'।