NCLT on Zee & Sony Merger: সবুজ সংকেত NCLT-র, এক হবে জি ও সোনি, বাজার দর, চ্যানেল সংখ্যা জানলে ঘুরবে মাথা Updated: 11 Aug 2023, 09:23 AM IST Abhijit Chowdhury শেয়ারহোল্ডারদের সবুজ সংকেত মিলেছিল ২০২২ সালের অক্টোবর মাসেই। আর এবার জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল বা এনসিএলটি অনুমোদন দিল জি এবং সোনির সংযুক্তিকরণে। এই সবুজ সংকেত আসতেই শেয়ার বাজারে জি-এর স্টকের দর ২০ শাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।