রাশিয়ার কনসার্ট হলে হামলার ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ হয়েছে। এদিকে শনিবার এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-র রিপোর্ট অনুযায়ী, টেলিগ্রাম চ্যানেলে আইএস এই হামলার দায় স্বীকার করেছে।