Morgan Stanley survey: আর্থিক উন্নতিতে ভারতের উত্থান, চাপে চিন! মর্গান স্ট্যানলির সমীক্ষায় এদেশ পেল ‘ওভারওয়েট’ আখ্যা Updated: 03 Aug 2023, 04:51 PM IST Sritama Mitra করোনার থাবা গোটা বিশ্বে কালঘাম ছুটিয়েছিল। আর্থিক পরিস্থিতি সেই সময় ভেঙে পড়ে বহু দেশের। এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতির বিপুল উত্থানের সম্ভাবনা দেখেছে মর্গান স্ট্যানলির মতো বিখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা।