Monsoon Forecast Latest Detailed Updates: কেরলে প্রবেশ করে গেল মৌসুমি বায়ু, সময়ের ৭ দিন আগে বর্ষা শুরু উত্তরপূর্বেও
Updated: 30 May 2024, 11:58 AM IST Abhijit Chowdhury 30 May 2024 monsoon, monsoon forecast, monsoon arrival in india, above average rain in monsoon 2024, rain forecast, heavy rain, rain forecast in assam, rain forecast in tripura, rain forecast in west bengal, বর্ষা, বর্ষার আগমন, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু, কেরলে বর্ষা এসেছে, বাংলায় কবে বর্ষা আসবে, উত্তরপূর্ব ভারতে বর্ষা ঢুকে গিয়েছে, বৃষ্টি, ভারী বৃষ্টি, অসমে বৃষ্টি, ত্রিপুরায় বৃষ্টি, imd weather forecast, আবহাওয়াস্বাভাবিক অবস্থায়, ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বর্ষা থাকতে পারে। তবে এবার স্বাভাবিকের দু'দিনের আগেই দেশে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আজ কেরল এবং উত্তরপূর্ব ভারতে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে জানিয়ে দিল আইএমডি।
পরবর্তী ফটো গ্যালারি