Hardik-MI deal: শুধু ১৫ কোটি টাকা নয়, গুজরাটকে গোপন ফি দেবে MI, ৫০% কমিশন পাবেন হার্দিক- রিপোর্ট Updated: 25 Nov 2023, 02:13 PM IST Ayan Das না আঁচালে বিশ্বাস নেই। কিন্তু হার্দিক পান্ডিয়া যে গুজরাট টাইটানস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এখন শুধু সরকারিভাবে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আর সেজন্য বড় অঙ্কের টাকা দিতে হবে মুম্বইকে। সঙ্গে ট্রান্সফার ফি দিতে হবে।