WB weather forecast till 23rd December: এখন আর পারদ পড়বে না, কবে থেকে বাংলায় ঠান্ডা বাড়বে? এই সপ্তাহে তুষারপাত হবে? Updated: 14 Dec 2023, 10:23 PM IST Ayan Das এখন আর পশ্চিমবঙ্গের পারদ পড়বে না। এখন যেমন তাপমাত্রা আছে, সেরকম স্তরেই থাকবে তাপমাত্রা। তাহলে পশ্চিমবঙ্গে কবে থেকে ঠান্ডা বাড়বে? তা নিয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর। আর এই সপ্তাহে তুষারপাত কি হবে?