Mark Zuckerberg sells house: সাত মাসে ৫০% সম্পত্তি খুইয়ে বাড়ি বেচলেন মার্ক জুকারবার্গ! দাম ৩১ মিলিয়ন ডলার Updated: 26 Jul 2022, 03:46 PM IST Ayan Das Mark Zuckerberg sells house: চলতি বছরের সাত মাসে ৫০.৬ শতাংশ সম্পত্তি খুইয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। এবার সান ফ্রান্সিসকোয় নিজের বাড়ি নেচে দিলেন। যে বাড়ির দাম উঠেছে ৩১ মিলিয়ন ডলার। ২০১২ সালে সেই বাড়ি ১০ মিলিয়ন ডলারে কিনেছিলেন।