শাকিবের পথে হেঁটেই এবার অবসর ঘোষণা মাহমুদ্দুলাহর! T20 ছাড়ছেন, খেলবেন ওডিআই… Updated: 08 Oct 2024, 06:19 PM IST Moinak Mitra ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকেই অবসর নেবেন বাংলাদেশের ক্রিকেটার মাহমুদ্দুলাহ। টি২০ ফরম্যাট থেকে অবসর নিলেও তিনি খেলা চালিয়ে যাবেন ওডিআই ফর্ম্যাটে। আগামী বিশ্বকাপকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত তাঁর।