পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। এটি এখন বাংলার উপকূল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এর জেরে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। এই আবহে আজ নামতে পারে বৃষ্টি। শনি ও রবিবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়।