বয়সের ফারাক কিংবা ধর্মের বেড়াজাল কোনটাই আটকে পারেনি সইফ-অমৃতার প্রেম। প্রথম দেখাতেই অমৃতার প্রেমে পড়েছিলেন সইফ।টান কম ছিলনা অমৃতারও। তাই তো প্রথম ডিনার ডেটেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দু'জনে। সইফ-অমৃতার প্রেমকাহিনি হার মানাবে বলিউড ফিল্মের চিত্রনাট্যকেও,তবে শুধু হ্যাপি এন্ডিংটা নেই..