Lord Shiva Blessings: শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতকদের, আছে অর্থপ্রাপ্তির যোগ Updated: 21 Jun 2022, 07:35 PM IST Ayan Das জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাসে একাধিক রাশির জাতকদের উপর মহাদেবের আশীর্বাদ থাকে। তার ফলে ওই রাশির জাতকদের অর্থপ্রাপ্তি হয়। হাতে আসে টাকা। উন্নতি হয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও। সেই তালিকায় কারা কারা আছেন?