Lok Sabha Voting Latest Update by EC: দেড়শো কোটির দেশের লোকসভা নির্বাচনে কত মানুষ ভোট দিলেন? তথ্য প্রকাশ কমিশনের Updated: 03 Jun 2024, 01:55 PM IST Abhijit Chowdhury দেশের জনসংখ্যা প্রায় দেড়শো কোটি। ভোটারের সংখ্যা প্রায় ৯৯ কোটি। সাত দফায় সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। আর আজ জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে ভোটার সংক্রান্ত তথ্য প্রকাশ করল।