আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ফের একবার সামনে ইন্ডিয়া ব্লকের 'দ্বন্দ্ব'। বিরোধী জোটে থেকেও সঙ্গীর বিরুদ্ধে একাধিক আসনে প্রার্থী দিয়েছে অন্য দলগুলি। বাংলায় তো ৭টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে। এছাড়াও দেশ জুড়ে আরও অনেক আসনে দেখা গিয়েছে এই রকম 'দ্বন্দ্ব'।