India in Olympics Women's Archery: সরাসরি তিরন্দাজির কোয়ার্টারে উঠেও ‘ফাঁড়ার মুখে’ ভারত, নেমেই বিশ্বরেকর্ড লিমের! Updated: 25 Jul 2024, 03:36 PM IST Ayan Das প্যারিস অলিম্পিক্সের আর্চারির (তিরন্দাজি) টিম ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। তবে চতুর্থ হয়ে কোয়ার্টারে উঠলেও ভারতের জন্য ‘ফাঁড়া’ অপেক্ষা করে আছে। তারইমধ্যে প্যারিসে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার তিরন্দাজ।