Kolkata Rain and Weather Latest Update: সপ্তাহের প্রথম কর্মদিবসে ভিজবে কলকাতা, খামখেয়ালি মেঘের ডাকে কতটা বৃষ্টি হবে আজ? Updated: 15 Jul 2024, 08:05 AM IST Abhijit Chowdhury সকাল থেকেই কলকাতায় আকাশে লক্ষ্য করা গিয়েছে খামখেয়ালিপনা। এই বৃষ্টি হচ্ছে তো এই কড়া রোদ বেরিয়ে পড়ছে। আবার হয়ত পরক্ষণেই আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে। এই আবহে অফিসের সময়ে কলকাতার আবহাওয় কেমন থাকবে আজ?