আগামী সোমবার বড় পরীক্ষায় বসতে চলেছে নিউ গড়ি থেরে রুবি রুটের মেট্রো। নিউ গড়িয়া থেরে বিমানবন্দরের করিডোরে আপাতত পাঁচটি স্টেশন তৈরি হয়ে গিয়েছে। তিনটি সফল ট্রায়াল রানও হয়েছে সম্প্রতি। এবার কমিশনার অফ রেল সেফটির তরফে পরীক্ষা করা হবে এই রুটের মেট্রো চলাচল।