এদিন মুম্বই জেতায় তারা আইএসএলের প্লে-অফেও জায়গা পাকা করে নিল। ওড়িশা এফসিও পৌঁছে গেল প্লে-অফে। নতুন নিয়মে এ বার ছ’টি দল আইএসএলের প্লে-অফে জায়গা করে নেবে। ইস্টবেঙ্গল এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসি কোনও ভাবেই আর পয়েন্টে ওড়িশা বা মুম্বইকে ছুঁতে পারবে না।