চোটের জন্য দীপক চাহারের ছিটকে যাওয়াটাও চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা ছিল। সিএসকে আর পরে চাহারের বদলি খুঁজে বের করতে পারেনি। তা ছাড়া সিএসকে-র কোর টিমটা এ বার ভেঙে গিয়েছে। ফ্যাফ ডু'প্লেসির মতো প্লেয়াররা দলে ছিলেন না। বহু নতুন মুখ ছিল দলে। তারা তাল মেলাতে পারেনি।