IPL 2022: ৮ ম্যাচে ৪ পয়েন্ট, প্লে-অফে উঠবে CSK? তাদের টানা ব্যর্থতার কারণ কী? Updated: 26 Apr 2022, 07:30 AM IST Tania Roy চেন্নাই সুপার কিংস ৮ ম্যাচ খেলে ফেলল। জিতেছে মাত্র ২টিতে। তাদের পয়েন্ট ৪। সোমবার পঞ্জাব কিংসের কাছেও তারা ১১ রানে হেরেছে। তাদের এ ভাবে টানা ব্যর্থতার কারণ কী? তারা কি আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে? অঙ্কটা খুব জটিল।