টি-টোয়েন্টির ইতিহাসে অভাবনীয় মাইলস্টোন পার করলেন ক্রিস গেইল। সেই মাইলস্টোন আগামী কয়েক বছর তো সুরক্ষিত, তা নিঃসন্দেহে বলা হয়। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একের পর এক ছক্কার সৌজন্য টি-টোয়েন্টির ইতিহাসে ১,০০০ ছক্কার মাইলস্টোন পার করেন ‘ইউনিভার্স বস’। তাঁর পরে সর্বাধিক ছক্কার তালিকায় কারা কারা আছেন, তা দেখে নিন -