iPhone 14: শীঘ্রই আসছে বাজারে! থাকবে আরও দুর্দান্ত ডিসপ্লে Updated: 22 Jun 2022, 02:26 PM IST Soumick Majumdar iPhone 14 সিরিজ লঞ্চ হতে আর মাত্র কয়েক মাস বাকিষ ইতিমধ্যেই এর ফিচার্স, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে নানা জল্পনা চারদিকে। এক নতুন লিক অনুযায়ী, iPhone 14 এবং iPhone 14 Max-এ হায়ার রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকতে পারে।