World first nasal vaccine: বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন ভারত বায়োটেকের 'ইনকোভ্যাক' পেল কেন্দ্রের ছাড়পত্র Updated: 28 Nov 2022, 09:20 PM IST Sritama Mitra কেন্দ্রের এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসাবে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের এই কোভিড বিরোধী টিকা। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, দেশে ১৮ বছরের উর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।