Vande Bharat Train: আরও এক রুটে চালু হচ্ছে বন্দে ভারত! উদ্বোধন করবেন PM Modi Updated: 05 Dec 2022, 10:31 PM IST Soumick Majumdar নতুন বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চলবে। ওয়ান ওয়ে যেতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার মতো লাগবে বলে জানালেন রেলের এক আধিকারিক। বিলাসপুর সকাল ৬.৪৫ নাগাদ ট্রেন ছাড়বে। নাগপুর পৌঁছাবে প্রায় বেলা ১২.১৫ নাগাদ।