Jaishankar on India-Russia relation: '৭০ বছর ধরেই ভারত-রাশিয়ার সম্পর্ক মজবুত', US থেকে বিরোধীদের উড়িয়ে দিলেন জয়শংকর Updated: 27 Sep 2023, 11:49 PM IST Ayan Das ভারতের দীর্ঘদিনের ‘বন্ধু’ রাশিয়া। সেটা সোভিয়েত ইউনিয়নের আমলে হোক বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরবর্তী সময় হোক - রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থেকেছে ভারতের। সেই বিষয়টি নিয়ে মুখ খুলললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।