Paris Olympics: জোড়া গোল হরমনপ্রীতের, দুরন্ত ছন্দে শ্রীজেশ, ৫২ বছর পর হল ইতিহাস, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ ভারতের
Updated: 08 Aug 2024, 05:42 PM IST Tania Roy 08 Aug 2024 India vs Spain, Men's Hockey Bronze Medal Match, Men's Hockey Bronze Medal Olympic Match, Paris 2024 Olympics, Paris 2024, Paris Olympics, India vs Spain Bronze Medal Olympic Match, Indian Hockey Team, Spain Hockey Team, Bengali Sports News, ভারত বনাম স্পেন, পুরুষ হকির ব্রোঞ্জ পদকের অলিম্পিক্সের ম্যাচ, প্যারিস ২০২৪ অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্স, ভারতীয় হকি দলIndia vs Spain Bronze Medal Olympic Match: ভারতীয় পুরুষ হকি দল শেষ বার ১৯৬৮ এবং ১৯৭২- পরপর দুই অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিল। ফের ৫২ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি। ২০২০-এর পর ভারত ২০২৪ অলিম্পিক্সেও পরপর দু'বার ব্রোঞ্জ জিতল। সেই সঙ্গে দেশের হয়ে শ্রীজেশের শেষ আন্তর্জাতিক ম্যাচকেও বিশেষ করে তুলল ভারত।
পরবর্তী ফটো গ্যালারি