১০০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হিসাবে ৭৪ শতাংশ সাফল্যের রেকর্ড, ধোনি-সৌরভ-কোহলিদের ছাপিয়ে গেলেন রোহিত Updated: 30 Oct 2023, 12:36 AM IST Tania Roy রোহিত ভারতের সপ্তম অধিনায়ক যিনি দেশকে ১০০ বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যে রেকর্ড রয়েছে বিরাট, ধোনি, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। তবে রোহিত এদিন ছয় মহারথীকে ছাপিয়ে গড়েছেন নতুন সাফল্যের রেকর্ড।