IND vs BAN, CT 2025: ফের ODI ম্যাচে টসে হারল ভারত, টানা ১১ বার, অবাঞ্ছিত রেকর্ড স্পর্শ, শেষ কবে টস জিতেছিলেন রোহিতরা?
Updated: 20 Feb 2025, 02:55 PM ISTIndia vs Bangladesh, ICC Champions Trophy 2025: এর আগে নেদারল্যান্ডস টিমের একমাত্র টানা ১১ বার টস হারার রেকর্ড ছিল। ২০১১ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের অগস্ট পর্যন্ত ডাচ ব্রিগেড টানা ১১টি ওডিআই-এ টসে হেরেছিল। সেই নজির বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) স্পর্শ করল টিম ইন্ডিয়া।
পরবর্তী ফটো গ্যালারি