ILT20 2025: কেমন ফর্মে আছেন নারিনরা, জানুয়ারিতেই পরীক্ষা হবে ILT20-তে, জিততে মরিয়া নাইটরা Updated: 28 Nov 2024, 06:55 PM IST Subhajit Guha Roy জানুয়ারির ১১ তারিখ থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল টি-২০ লিগ বা ILT-20। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সূচি। এবার এই লিগে একাধিক নতুন তারকা ক্রিকেটারদের খেলতে দেখা যেতে পারে।