IIT Kanpur on Delhi Pollution: দিল্লির দূষণ রোধে সম্ভাব্য সমাধান কি কৃত্রিম বৃষ্টি! পথ খুঁজল আইআইটি কানপুর Updated: 06 Nov 2023, 08:41 PM IST Sritama Mitra দিল্লি দূষণের মাঝে এই দূষণ সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে এবার হাজির হল আইআইটি কানপুর। কানপুর আইআইটির তরফে কৃত্রিম বৃষ্টি দিয়ে এই দিল্লি দূষণ মোকাবিলা করার সম্ভাব্য সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে।