Vande Bharat Express speed: কত গতিতে ছুটবে হাওড়া-পাটনা বন্দে ভারত? সামনে এল তথ্য, কবে উদ্বোধন হবে? Updated: 11 Aug 2023, 02:22 PM IST Ayan Das Vande Bharat Express speed: কবে হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে? আপাতত সেই উত্তরের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গ এবং বিহারের মানুষরা। তারইমধ্যে সেই রুটের গতি কত হবে, তা নিয়ে সামনে এল তথ্য।