WhatsApp-এ আসা ছবি-ভিডিয়োয় ফোনের স্টোরেজ ভরে যাচ্ছে? রইল মুক্তির সহজ উপায় Updated: 23 Jan 2023, 04:56 PM IST Soumick Majumdar হোয়াটসঅ্যাপের ফটোতেই সব জায়গা খেয়ে নেয়। এমন সময়ে এক এক করে ছবিগু দেখে তা ডিলিট করতে হয়। কিন্তু তাতে অনেক সময় লাগে। তবে, জানলে অবাক হবেন, নতুন আপডেটেড ভার্সানের হোয়াটসঅ্যাপে 'সেভড মিডিয়া'র ক্ষেত্রে আপনার হাতে আরও বেশি নিয়ন্ত্রণ আসবে।