Gastric Problem Remedies: খেলেই গ্যাস! পেটের সমস্যা থাকলে এসব খাবার একদম খাবেন না Updated: 20 Aug 2022, 09:12 AM IST Suman Roy Gastric Problem: আমরা এমন অনেক খাবার খাই যা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা সৃষ্টি করে। এতে পেটে গ্যাসের সমস্যাও বাড়ে। আপনি যদি ইতিমধ্যেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাহলে এই খাবারগুলি খাবেন না।