গতকালই ভোরের দিকে আচমকা ইজরায়েলে ঢুকে পড়ে হামলা করে হামাস। যুদ্ধের আবহে এরপর গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক মৃত নারীকে প্রায় উলঙ্গ করে পিকআপ ট্রাকে করে ঘুরছে হামাসের জঙ্গিরা। জানা গেল সেই তরুণী একজন জার্মান। (ভিডিয়ো দেখুন এখানে)