Gold Price slash in Kolkata Today: পরপর ২ দিন দাম বাড়ার পর আজ কমল সোনার মূল্য, কলকাতায় হলুদ ধাতুর রেট কত? Updated: 13 Sep 2024, 01:07 PM IST Abhijit Chowdhury গত ১১ এবং ১২ সেপ্টেম্বর যথাক্রমে কলকতায় সোনার দাম বেড়েছিল ১০ গ্রামে ২৫০ এবং ৪০০ টাকা করে। তবে আজ শহরে সোনার দাম কমেছে। এই আবহে আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? এদিকে আজ আবার রুপোর দাম বেড়েছে শহরে।