Gold and Silver Price Hike in Kolkata Today: পরপর ২ দিন কমার পর আজ আবার বাড়ল দাম, ফের নতুন শিখরে উঠবে সোনা?
Updated: 16 May 2024, 01:17 PM ISTআমেরিকার ফেড রেট কমানোর সম্ভাবনা দেখা দিয়েছে। এই আবহে সোনার দামে লম্বা লাফ দেখা গিয়েছে। এদিকে কলকাতার খুচরো বাজারে বিগত ৪ দিনে তিন দফায় ৭০০ টাকা দাম কমেছিল সোনার দর। আজ একলাফে তা অনেকটা বেড়ে গেল ফের। এই আবহে আজকে কলকাতায় সোনার রেট জানুন।
এদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৭০২০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৭০২০০ টাকা। গতকালকের তুলনায় আজ দোকানগুলিতে ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম বেড়েছে ১০ গ্রামে ৭৫০ টাকা। এর আগে গতকাল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৯৪৫০ টাকা। এদিকে সেদিন ১ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬৯৪৫ টাকা।
পরবর্তী ফটো গ্যালারি