Global Warming: অস্বাভাবিক গরম দক্ষিণ মেরুতে, রেকর্ড ভেঙে ৪০ ডিগ্রি পারদ চড়ল আন্টার্কটিকায়
Updated: 23 Mar 2022, 09:05 AM IST Abhijit Chowdhury 23 Mar 2022 global warming, weather change, antarctica, summer in antarctica, temperature rising in antarctica, আন্টার্কটিকা, আন্টার্কটিকার তাপমাত্রা বৃদ্ধি, আন্টার্কটিকায় গরম, আন্টার্কটিকায় গ্রীষ্ম, আন্টার্কটিকায় বরফ গলছে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, আবহওয়া পরিবর্তনবিশ্ব উষ্ণায়নের জেরে গোটা বিশ্বেই হাহাকার। এর জেরে সমুদ্রের জলস্তর বাড়ছে। জলের তলায় চলে যাচ্ছে বহু জায়গা, দ্বীপ। মুম্বই, জাকার্তা, কলকাতা, ঢাকার মতো শহরগুলি ডুবে যেতে পারে আর কয়েক দশকে। এই আবহে ক্রমেই ঋতুর হেরফের দেখা যাচ্ছে বিশ্বে। এবছরই যেমন শীতকাল জুড়ে বাংলা দেখল দফায় দফায় বৃষ্টিপাত। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের দুই মেরুতে। দুই মেরুতেই অস্বাভাবিক গরম পড়ছে।
পরবর্তী ফটো গ্যালারি