হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে একেবার ট্র্যাডিশনাল বাঙালি খাবার পাওয়া যাবে। মাংস, বাসন্তী পোলাও থেকে শুরু মাছ-ভাত, পরোটা, ছানার ডালনা, মিষ্টি, মিষ্টি দই মিলবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সকাল, দুপুর এবং রাতের মেনুতে কী থাকবে, তা দেখে নিন।