Lalit Jha's brother: বাবা পুরোহিত, জানি না ও কেন এরকম করল? সংসদ হামলার মূলচক্রী ললিতের কাজে হতবাক ভাই Updated: 15 Dec 2023, 11:54 AM IST Ayan Das সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যে ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা'কে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান থেকে দিল্লিতে এসে আত্মসমর্পণ করেছে। যে ললিত দীর্ঘদিন কলকাতায় ছিল। এমনকী ১৩ ডিসেম্বর সংসদ ভবনে হামলার তিনদিন শিয়ালদা স্টেশনে এসেছিল।