Edible Oil Price: একধাক্কায় অনেকটা সস্তা ভোজ্য তেল, দাম কমেছে সয়াবিন থেকে সর্ষের তেলের
Updated: 10 May 2022, 07:18 AM IST Abhijit Chowdhury 10 May 2022 edible oil, edible oil price, edible oil price drops, edible oil cheaper, soybean oil, mustard oil prices, সর্ষের তেলের দাম, সয়াবিন তেলের দাম কমেছে, ভোজ্য তেলের দাম কমেছে, পাইকারি বাজারে ভোজ্য তেলের দামEdible Oil Price Drop: ভারতীয় বাজারে বিদেশি ভোজ্য তেলের দাম নিম্নমুখী। গত সপ্তাহ থেকেই এই পতন লক্ষ্য করা গিয়েছে। এদিকে গরমের কারণে তেলের চাহিদাও কমেছে। যার প্রভাব পড়েছে ভোজ্য তেলের দামের উপর। অপরদিকে ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জল্পনার পারদ চড়েছে। এর ফলে দিল্লির তেল-তৈলবীজের বাজারে সর্ষে এবং চিনাবাদাম তেলের তেলের দাম কমেছে।
পরবর্তী ফটো গ্যালারি