প্লাস্টিকের বিকল্প ক্যারিব্যাগে GST কমান, কেন্দ্রকে আর্জি কেজরি সরকারের Updated: 13 Jul 2022, 10:36 AM IST Soumick Majumdar মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেন কেজরি সরকারের পরিবেশ মন্ত্রী গোপাল রাই। তাতে প্লাস্টিকের বিকল্প পণ্যের উপর থেকে জিএসটি ছাড় দেওয়ার অনুরোধ করেন তিনি।