বাংলা নিউজ >
ছবিঘর > Delhi Election Result Latest Update: শরীরে মুখ্যমন্ত্রীর রক্ত, ৫.৭৮ লাখ ভোটে জয়ের নজির- কেজরিকে হারানো এই পরবেশ কে?
Delhi Election Result Latest Update: শরীরে মুখ্যমন্ত্রীর রক্ত, ৫.৭৮ লাখ ভোটে জয়ের নজির- কেজরিকে হারানো এই পরবেশ কে?
Updated: 08 Feb 2025, 02:13 PM IST Ayan Das
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বাজিমাত করলেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ৪,০৮৯ ভোটে হারিয়ে দিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধানকে। তবে পরবেশ রাজনীতিতে একেবারে নতুন কেউ নয়। পরবেশ আদতে কে? তাঁকে চিনে নিন।