Soumya Vishwanathan Murder case: সাংবাদিক সৌম্য খুনে ১৫ বছর পর দোষী সাব্যস্ত ৪, মা বললেন ‘মৃত্যুদণ্ডের পক্ষে নই, কারণ…’
Updated: 19 Oct 2023, 07:48 AM IST Sritama Mitra 19 Oct 2023 soumya viswanathan murder case, soumya viswanathan, four convicted for killing 26-yr-old journalist Soumya Vishwanathan, সৌম্য বিশ্বনাথন খুন, সৌম্য বিশ্বনাথন হত্যাকাণ্ড২০০৮ এর সেপ্টেম্বরের রাতে কেন খুন করা হয়েছিল সৌম্যকে? তদন্তের রিপোর্টে জানা যাচ্ছে, ডাকাতির চেষ্টাতেই সৌম্যকে খুন করা হয়।
ঘটনা ২০০৮ সালের। দিনটি ছিল ৩০ সেপ্টেম্বর। দিল্লির বসন্ত বিহারের নেলসন ম্যান্ডেলা রোডে তখন ছিল ২৬ বছর বয়সী সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের গাড়ি। তাঁকে গাড়িতেই গুলি করে খুন করা হয়। এরপর কেটে গিয়েছে ১৫ বছর। বুধবার দিল্লির দায়রা আদালতে এই মামলায় ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আপাতত রায় দান পর্ব বাকি। (HT Archive)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি