5th Pay Commission DA Nabanna Abhijan: কোন পথে মমতার কানে ডিএ-র দাবি তুলতে চলেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা? Updated: 04 May 2023, 09:24 AM IST Abhijit Chowdhury আজ ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযান। আদালতের তরফে অনুমতি দেওয়া হয় এই মিছিলের। তবে সরকারি কর্মীদের প্রস্তাবিত পথে আজ মিছিল হবে না। মিছিল হবে নয়া রুট ধরে। কোন পথে আজ নবান্ন অভিযান করবেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা?