Cyclone Mocha Direction Latest Update: তৈরি হল নিম্নচাপ, অবশেষে জানা গেল ঘূর্ণিঝড় মোখার গতিপথ, বাংলায় পড়বে প্রভাব?
Updated: 08 May 2023, 12:34 PM IST Abhijit Chowdhury 08 May 2023 cyclone, cyclone mocha, cyclone mocha latest update, imd weather forecast, rain forecast in india, low pressure over bay of bengal, deep depression over bay of bengal, ঘূর্ণিঝড় মোখা, ঘূর্ণিঝড় মোখার আপডেট, কোন দিকে এগোবে ঘূর্ণিঝড় মোখা, নিম্নচাপ, গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। এরই সঙ্গে জানা গেল আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ। এর আগে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় মোখা কোন দিকে এগোবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য মিলবে নিম্নচাপ সৃষ্টির পর। এই আবহে আজকে মৌসম ভবন জানিয়ে দিল যে কোনদিকে এই ঝড় এগিয়ে যাবে।
পরবর্তী ফটো গ্যালারি