ওপিএস নিয়ে কেসি বেণুগোপাল বলেন, 'ওপিএস নিয়ে সরকারি কর্মীদের এই আন্দোলনই দেখিয়ে দেয় যে কেন্দ্রের প্রতি কতটা রুষ্ঠ সবাই। কংগ্রেস শাসিত রাজ্যে ওপিএস চালু করা হয়েছে। কারণ এটা তাদের অধিকার। বিজেপির দিন শেষ হয়ে এসেছে। সরকারি কর্মীদের এই ভিড় তা প্রমাণ করে দেয়।'