Central Govt on Pension in Lok Sabha: সরকারি কর্মীদের জোড়া ঝটকা অর্থ প্রতিমন্ত্রীর, সংসদে ফাটালেন একের পর এক 'বোমা' Updated: 12 Dec 2023, 07:05 AM IST Abhijit Chowdhury সংসদের শীতকালীন অধিবেশনে পুরনো পেনশন স্কিম বা ওপিএস নিয়ে প্রশ্ন করা হয়েছিল লোকসভায়। সেই মতো ওপিএস ফেরানো প্রসঙ্গে মুখ খোলেন কেন্দ্রী অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। লোকসভায় এক লিখিত জবাবে জোড়া বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কর্মীদের মন ভেঙে দেন।